বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দাগনভুঞায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে হামলা, আহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
ফেনীর দাগনভুঞা থানা
expand
ফেনীর দাগনভুঞা থানা

ফেনীর দাগনভুঞা উপজেলার গজারিয়া বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে র‍্যালি চলাকালীন মিছিলের শেষ মুহূর্তে মোটরসাইকেলের বহর নিয়ে হামলা চালানো হয়। আহত জুলাই যোদ্ধা জিল্লুর রহমান রিহাব অভিযোগ করেছেন, বহিরাগতরা হামলায় জড়িত ছিলেন, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক। তিনি আরও জানান, হামলায় কিশোর গ্যাং এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরাও জড়িত ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “দাগনভুঞায় দীর্ঘদিন ধরে কিছু নেতাকর্মী কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করছে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যালি স্থগিত করা হয়েছে। যারা বাড়াবাড়ি করেছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন