

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার জল্পনাকে আরও জোরদার করেছে।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।”
উল্লেখ্য, ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়ি এবং এই আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেনও বলেন, তৃণমূলের কার্যক্রম শক্তিশালী ও সংগঠিত করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন
