শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সালথায় মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় মসজিদ নিয়ন্ত্রণ ও চাবি চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মসজিদের চাবি নিয়ে সকালে ইমরান মাতুব্বর ও মৌলভী হেমায়েত হোসেনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র—ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষটি সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত স্থায়ী হয়।

এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

স্থানীয় সূত্র আরও জানায়, ইমরান মাতুব্বর ও মৌলভী হেমায়েত হোসেন দুজনই বিএনপির কর্মী হলেও তাদের কেউই কোনো পদে নেই।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন