রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনব্যাপী ওরস শুরু

শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল
expand
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল

উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর (কুঃ ছেঃ আঃ) উরস শরীফ প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উরস শুরু শনিবার থেকে। চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এই উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‌মোঃ কামরুল হুদা, ‌কর্মী গ্রুপের কবিরুল ইসলাম সিদ্দিকী, দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ‌,শহিদুল ইসলাম শাহীন।

এদিকে উরস উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে জাকের মঞ্জিল। দেশ-বিদেশ থেকে আগতদের জন্য ২০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে।

পুরো ভেন্যুর প্রবেশ পথে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা,জামে মসজিদসহ সব স্থাপনায় নতুন করে রঙয়ের প্রলেপ, পর্যাপ্ত সফেদ এলইডি বাতি- সব মিলিয়ে অপরুপ এক সাজে সজ্জিত বিশ্ব জাকের মঞ্জিল। গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি এবং সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে মূল এলাকার বাইরে বিশাল পার্কিং স্থাপন করা হয়েছে।

বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের ন্যায় আগত আশেকান জাকেরান উরশের দিনগুলিতে দরবার শরীফে ফরজ, সুন্নত ও নফল এবাদত বন্দেগীতে রত থেকে, দয়াল নবী রাসুলে করিম (সাঃ), তদীয় সহাবায়ে-কেরাম, আহলে-বায়াত, তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রাঃ), খাজা এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ) সহ সকল নবী-রাসুল গণ, ওলী-আউলিয়াগণের পাক আত্মা সহ, সকল ইন্তেকাল প্রাপ্ত মুমিন-মুসলমানদের আত্মায় সওয়াব রেসানী করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ করে সকল প্রকার বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে মোনাজাত করা হবে এই উরসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X