বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে স্মার্ট ভূমি উন্নয়ন করের ভুয়া দাখিলা তৈরি, যুবকের বিরুদ্ধে মামলা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
উপজেলা ভূমি অফিস
expand
উপজেলা ভূমি অফিস

ফরিদপুরের সদরপুরে স্মার্ট ভূমি উন্নয়ন করের ভুয়া দাখিলা তৈরি করা দায়ে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আকোটের চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় বাদী হয়ে সদরপুর থানায় মামলাটি দায়ের করেন।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সদরপুর উপজেলার আকোটের ইউনিয়ন কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী মৌজার নামজারি ৪৩৬৯ মামলার ২৬৫৪ খতিয়ানের দাখিলার ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য মো: মোস্তফিজুর রহমানের পক্ষে তার আত্মীয় কামরুল ইসলাম আসেন, তখন ভূমি কর্মকর্তা জানায় বদলিজনিত কারণে নামজারি আইডি সচল না হওয়ায় খতিয়ান সমন্বয় করা ও দাখিলা প্রদান করা এই মুহুর্তে সম্ভব নয়। এরপরই কামরুল ইসলাম দাখিলা নিয়ে দলিল করতে গেলে সাব-রেজিস্ট্রার স্ক্যানের মাধ্যমে চেক করে দাখিলা ভূয়া মনে হলে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জানান। দলিল দাতাকে জিজ্ঞাসা করে জানা যায়, যে তার আত্মীয় কামরুল ইসলাম এর মাধ্যমে দাখিলা কেটেছেন। এরপর কামরুল ইসলাম জানান, আকোটের চর ইউনিয়নের মোলামের ডাঙ্গী এলাকার আব্দুল ছত্তার বেপারীর পুত্র রাকিবুল ইসলাম ওরফে রাকিব মিয়ার মাধ্যমে দাখিলা পেয়েছেন।

এজাহারে আরও উল্লেখ আছে, উক্ত দাখিলা যাচাইঅন্তে দেখা যায় যে, দাখিলা প্রকৃতপক্ষে জালিয়াতির মাধ্যেমে সৃষ্টি করা হয়েছে। সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া অভিযুক্তের মোবাইল ফোন তল্লাশী করে একটি যুক্তরাজ্যের নম্বর থেকে হোয়াটস অ্যাপে অভিযুক্তকে ভূয়া দাখিলা প্রেরণ করা হয়েছে। বিনিময়ে অভিযুক্তকে ২৪০০ টাকা বিকাশের মাধ্যমে দেওয়া হয়েছে। আইন বহির্ভূতভাবে জালিয়াতির মাধ্যমে দাখিলা সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ৪৬৫ ও ৪৬৮ ধারায় অপরাধ করেছেন মর্মে পরিলক্ষিত হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, স্মার্ট ভূমি উন্নয়ন করের ভুয়া দাখিলা তৈরি করে জমি রেজিস্ট্রে করতে গেলে সাব রেজিস্ট্রারের সন্দেহ হলে তিনি আমাকে জানান। পরবর্তীতে আমরা ভুয়া দাখিলা প্রস্তুত কারককে সনাক্ত করতে সক্ষম হই। এ বিষয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন শাহ্ বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি, প্রতারক যুবককে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রতারণামূলক ভুয়া সাইটের বিষয়ে সতর্ক করা হয়েছে। অনলাইন প্রতারণা থেকে নিরাপদে থাকতে ভূমিসেবা সাইটে প্রবেশের সময় ইউআরএল অ্যাড্রেস https://land.gov.bd অথবা https://www.land.gov.bd যাচাই করতে হবে। সরাসরি ভূমি উন্নয়ন কর সংক্রান্ত নিরাপত্তার জন্য দাখিলায় প্রদত্ত QR কোড স্ক্যান করে https://www.ldtax.gov.bd/ dakhila অথবা https://ldtax.gov.bd/ dakhila ইউআরএল অ্যাড্রেস নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতারকরা https://www.portal.gov.bd অথবা https://portal.ldtax.gov.bd এর সঙ্গে অতিরিক্ত dakhila কিংবা ডোমেইন নামসহ ইউআরএল অ্যাড্রেসের অন্যান্য অংশে বিভিন্ন অক্ষর যেমন a, 1 ইত্যাদি যুক্ত করে ভুয়া ওয়েবসাইট তৈরি করে দাখিলা সরবরাহ করছে মর্মে জানা গেছে। এ ধরনের কাজকে ইউআরএল স্পুফিং বলা হয়ে থাকে। ইউআরএল স্পুফিং করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ফিশিং এর মাধ্যমে হ্যাকিংসহ বিবিধ ধরনের সাইবার অপরাধ সংগঠিত করা হয়ে থাকে। এভাবে মূল্যবান তথ্য হাতিয়ে নেয়া হয়। এমনকি ডিভাইসে ম্যালওয়্যারের অনুপ্রবেশ ঘটিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X