

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে বাল্কহেড থেকে পরে গিয়ে এক শ্রমিক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বাল্কহেডটি চরভদ্রাসন সদর ইউনিয়নের টিলার চর এলাকার ঘাট থেকে ফরিদপুর সিএন্ডবি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হলে এক শ্রমিক পানিতে পরে গিয়ে নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
নিখোঁজ শ্রমিক ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা মজিবুর শেখের ছেলে আরিফ শেখ (৪৫)। উক্ত শ্রমিক নিখোঁজের পর ফরিদপুর ও চরভদ্রাসন ফায়ার ষ্টেশনের ডুবুরী দল, ফরিদপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন।
জানা যায়, উক্ত শ্রমিক বলগেটে বালু লোড-আনলোডের মজুর হিসেবে কাজ করতো। বুধবার বিকেলে উপজেলার টিলার চর গ্রামে পদ্মার ঘাট থেকে বলগেটটি ফরিদপুর জেলার সিএন্ডবি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় বলগেটটি মোড় ঘুরতে পদ্মা নদীতে পিছন দিকে যেতে থাকলে হঠাৎ শ্রমিক আরিফ শেখ বলগেট থেকে পদ্মায় পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে বলগেটে থাকা অন্যান্য শ্রমিকরা আরিফ শেখকে না দেখে পদ্মা নদীতে খুঁজতে থাকে এবং চরভদ্রাসন ফায়ার সর্ভিসকে খবর দেয়। কিন্ত এখন পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “ঘটনার পর থেকে পদ্মা নদীর উক্ত পয়েন্টে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্ত পদ্মা নদীর উক্ত পয়েন্টে প্রচণ্ড স্রোত থাকায় এখনো নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
চরভদ্রাসন ফায়ার ষ্টেশন মাষ্টার মোর্তাজা ফকির জানান, “চব্বিশ ঘন্টা পার হলে পানিতে ডুবে নিখোঁজ ব্যাক্তির লাশ স্বভাবতই ভেসে উঠার সম্ভাবনা থাকে। তাই আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করে আবার তল্লাশি অভিযান চালানো হবে“।
মন্তব্য করুন
