

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলাম।
শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বাগাট গ্রামের জশিম ও দুলালী গ্রামের সাহেব মোল্লাকে সহায়তা প্রদান করেন উপজেলা জামায়াতের আমির ও ফরিদপুর-২ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শাহাদুজ্জামান শাহিদ, পৌর জামায়াতের সভাপতি হাফেজ শাখাওয়াত হোসেন, পুরাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. বদরুল আলম এবং যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মো. সুজন মোল্লা প্রমুখ।
সহায়তা বিতরণের সময় মাওলানা সোহরাব হোসেন বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িঘর পুনর্নির্মাণে আমরা সহযোগিতা অব্যাহত রাখবো
মন্তব্য করুন
