শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম
বহিষ্কৃত বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ
expand
বহিষ্কৃত বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে তার বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। বিষয়টি যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তছলিম উদ্দিন মন্ডলও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় এক গৃহবধূ রাজু আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। পরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, অভিযুক্ত রাজু আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন