বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমান দেশীয় মদসহ আটক ৩

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
তিন জন আটক
expand
তিন জন আটক

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমান দেশীয় (চোলাই) মদসহ তিন জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পুরাতন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরাতন বাজার এলাকায় কৃষি অফিসের সামনে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় থানার চৌকস উপ-পরিদর্শক (এসআই) পিন্টু কুমার দাস।

রাত ৮টার দিকে ভবের বাজার দিক থেকে আসা খোলাহাটি গামী চার্জার চালিত একটি ভ্যানে তল্লাসী চালায় আভিযানিক দল। এসময় দুই যাত্রীর কাছে থাকা দুটি ব্যাগ থেকে মোট ২৫০ মিলির দেশীয় তৈরী চোলাই মদ ভর্তি বিভিন্ন কোম্পানীর ৬০ টি বোতল উদ্ধার করা হয়। যার মোট পরিমান ১৫ লিটার বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বদরগঞ্জ উপজেলার হাসিনা নগর নামাপাড়া গ্রামের মৃত মন্টু ঋষীর স্ত্রী হেমন্ত রানী ঋষী (৫৮), পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের চাকলা বাজার গ্রামের উদয় ঋষীর স্ত্রী রুপালী ঋষী (৪০) এবং একই ইউনিয়নের মনমথপুর মুন্সিপাড়া গ্রামের মৃত আখেরুজ্জামানের ছেলে শরীফুল ইসলামকে (৪৫) আটক করা হয়।

সেই সাথে, মাদক বহনের কাজে ব্যবহৃত চার্জার চালিত গাড়িটি জব্দ করা হয়েছে। অভিযানে মডেল থানার এএসআই ফুল মিয়া, কন্সটেবল মৌসুমী আক্তার ও আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে মদের অতিরিক্ত চাহিদা থাকায় এসব সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে আটককৃতরা। বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মামলা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X