

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৫২৫ মেগাওয়াট সম্পন্ন দেশের অন্যতম কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দূর্ঘটনায় রেজাউল ইসলাম (৩৬) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে কাজ করার সময় এ দূর্ঘটনার শিকার হন ওই শ্রমিক। গুরুতর আহত রেজাউল বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, তিন টি ইউনিট নিয়ে গঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিটের ওভাররোলিং এর কাজ চলছিলো। রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে ওই ইউনিটে গ্রান্ডিং মেশিনে কাজ করার সময় চলমান অবস্থায় এর সাথে থাকা ব্লেড বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় গ্রান্ডিং মেশিনের খুলে যাওয়া ব্লেড তার পেটে লেগে কোমরের বা পাশে কেটে যায়। ক্ষত গভীর হওয়ায় রক্তপাত শুরু হলে তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়। আহত রেজাউল ইসলাম পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিন পলাশবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে কর্মরত বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রোকৌশলী আবু বক্কর সিদ্দিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর তুহিন বাবু।
মন্তব্য করুন
