শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পার্বতীপুরে ট্রেনে কাটাপড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
পার্বতীপুর রেল লাইন
expand
পার্বতীপুর রেল লাইন

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পার্বতীপুর-সৈয়দপুর রেল পথে এ দূর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

জানা গেছে, বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর প্রবেশ করছিলো। পথিমধ্যে ট্রেনটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) এর ৩ নম্বর গেটের পশ্চিম পাশে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের ৩৮২/৪ রেল কিলোমিটার এলাকায় পৌছালে দূর্ঘটনার শিকার হন ওই ব্যক্তি।

এসময় তার মুখ ও শরীর থেথলে যাওয়ার পাশাপাশি ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী/পথ পার্বতীপুর দপ্তরের ভারপ্রাপ্ত কিম্যান মোঃ বিপ্লব জানান, পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের ৩৮২/২ এবং ৩৮২/৪ রেল কিলোমিটার এলাকায় কাজ করার সময় রকেট মেইল ট্রেন টি অতিক্রমের পর পরই কাটাপড়ার ঘটনাটি দেখতে পাই।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় সনাক্তে পুলিশের একাধিক টিক কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X