সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল 

পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
পার্বতীপুরে বিক্ষোভ মিছিল 
expand
পার্বতীপুরে বিক্ষোভ মিছিল 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।

উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে শহরের ঢাকামোড় থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকামোড় কোচ স্ট্যান্ড এ গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা বিএনপির সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহন করেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনজুরুল আলম, সেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুরুল আজিজ পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি দ্বিতীয় দফায় দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে তারেক জিয়ার ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামানকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

দলীয় মনোনয়ন পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হককে দেওয়ার দাবিতে ৫ ডিসেম্বর থেকে পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার অধিকাংশ বিএনপির নেতাকর্মী, সমর্থক লাগাতার আন্দোলন করে আসছে। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X