সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
expand
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকার সাভারে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৪২) এর ওপর হামলাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার জয়নাবাড়ি কান্দারচর এলাকায় প্রতিবাদ সাভা-পরবর্তী বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল বাসস্ট্যান্ড অবরোধ করে কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে রাখেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসময় বিক্ষোভকরীরা বলেন, গত ১৮ জানুয়ারি সকালে জয়নাবাড়ি এলাকায় আমিনুল ইসলাম তার পৈত্রিক সম্পত্তিতে মাটি ভারাট করতে যায়। সেসময় সন্ত্রাসী মোঃ সোহান (৩২) ও তার সহযোগীরা মাটি ভরাট কাজে বাধা দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে আমিনুল ইসলামকে কুপিয়ে জখম করে।

এঘটনায় জড়িত সন্ত্রাসী সোহান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে, জড়িত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X