সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
মুফতি আমির হামজা
expand
মুফতি আমির হামজা

ধর্মীয় বয়ানের আড়ালে রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে মরহুম ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩(সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত বক্তা আমির হামজার বিরুদ্ধে খুলনার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাপ্পি।

সোমবার (১৯ জানুয়ারি) সোনাডাঙ্গা আমলী আদালতের মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার নালিশে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ৯টায় একটি ওয়াজ মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে আসামি মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে চরম অবমাননাকর ভাষা ব্যবহার করেন।

বক্তব্যে শুধু একজন মৃত ব্যক্তিকেই নয়, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার, বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, আসামির বক্তব্য ধর্মীয় আলোচনা নয়; বরং তা ছিল প্রকাশ্য কুৎসা রটনা ও ব্যক্তিগত আক্রমণ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে মরহুম কোকোর সম্মান, তাঁর পরিবার, বিএনপি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতাকর্মীদের সামাজিকভাবে মারাত্মকভাবে হেয় করা হয়েছে।

মামলার বাদী মোঃ জহিরুল ইসলাম বাপ্পি ক্ষোভ প্রকাশ করে বলেন, মৃত মানুষের নামে এমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার শুধু আইন লঙ্ঘন নয়, এটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। ধর্মের নামে যারা ঘৃণা ছড়ায়, তাদের আইনের আওতায় আনতেই আমরা আদালতে গেছি।

বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। আইনজীবী মোঃ বাবুল হাওলাদার বলেন, সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আমরা আদালতের কাছে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X