

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সাভারে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তরা সার্কেলের একটি টিম। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির প্রায় ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—সাভারের হেমায়েতপুর হারুরিয়া গ্রামের বাসিন্দা মকবুল আহমেদ (২৯), তাঁর বাবা মো. আবু বকর সিদ্দিক (৬৮) ও মা শাহনাজ (৫২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয় সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তরা সার্কেলের একটি টিম আজ বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুর হারুরিয়া গ্রামে মো. আবু বকর সিদ্দিকের বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে মো. আবু বকর সিদ্দিক তাঁর স্ত্রী শাহনাজ এবং ছেলে মকবুল আহমেদকে আটক করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৮৪ হাজার ৭০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মকবুল আহমেদ দীর্ঘদিন ধরে তাঁর বাবা-মাকে সঙ্গে নিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। মকবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
