

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফের একাধিক রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত বিশেষ অভিযান চালিয়ে সশস্ত্র ডাকাত-সাজাপ্রাপ্ত আসামীসহ ১২ জনকে গ্রেফতার করেছেন। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন সশস্ত্র ডাকাত,২ জন সাজাপ্রাপ্ত আসামী,৭ জন জুয়াড়ী। এরমধ্যে একজন দণ্ডিত ও অপর ৬জন জনের বিরুদ্ধে ব্যবস্হা চলমান রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হাসান (২৫), মোঃ নূর কালাম (২৬),আব্দুর রাজ্জাক (২৮)।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ ইলিয়াস(৩২) ও মোঃ রেজাউল করিম (৩১) ও মোহাম্মদ রফিক (২৬)।
৬ জুয়াড়ীঃআব্দুল্লাহ ফাহাত (২৪), মোঃ সাবের (২৫), হামিদ হোসেন (৪৭), হামিদ হোসেন (৪২), মোঃ তাহের (২৩) ও আব্দুর রহমান (২৬)।গ্রেফতারকৃতদের সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টেকনাফের নয়াপাড়া, জাদিমুড়া ও লেদা—এই তিনটি রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালিত হয়।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডি আইজি)মোহাম্মদ কাউসার সিকদার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গ্রেফতারকৃত সবাইকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন