রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে না: শাহজাহান চৌধুরী

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠান
expand
বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠান

কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে না। রোহিঙ্গাদের পুঁজি করে কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য, কেউবা চেষ্টা করে ডলারের জন্য। বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সাথে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানো হবে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত সভায় সভাপতি করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী। প্রধান অতিথি আরো বলেন রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবেন না।এছাড়া যুবককে জন্য কর্মস্হানের ব্যবস্হা করা হবে। উখিয়ায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি সেলিনা সুলতানা নীশিতা।বক্তব্যে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহবান জানিয়ে বলেন, ‘ ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে উন্নতির পথে হাটব, সে লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের নিরংকুশ বিজয় নিশ্চিত করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এম এ মোকতার, দলিলুর রহমান শাহিন,রফিকুল হুদা,আলমগীর হান্নান,মনিরুল ইসলাম চৌধুরী ও ওলামা দলের সদস্য সচিব শাহ আলম। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী ও ফয়সাল সিকদার টিটু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন