

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের নতুন দায়িত্ব পিওএম–উত্তর বিভাগের এডিসি মো. আখিউল ইসলামকে পাঠানো হয়েছে ওয়ারী বিভাগে। ইনটেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) এডিসি মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে সিটিটিসিতে। ট্রাফিক মতিঝিল বিভাগের এডিসি পরিত্রাণ তালুকদারকে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাফিক মিরপুর বিভাগে।
অন্যদিকে, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি মো. বকুল হোসেনকে নেওয়া হয়েছে ইনটেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে। ট্রাফিক মিরপুর বিভাগের এডিসি ইমরানুল ইসলাম এখন দায়িত্ব পালন করবেন ট্রাফিক মতিঝিল বিভাগে। ট্রাফিক-অ্যাডমিন দপ্তরের এডিসি শারমিন আকতার চুমকিকে বদলি করা হয়েছে পিওএম পশ্চিম বিভাগে। ডিএমপির চলমান প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
