

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।
বৃহস্পতিবার সকালে তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং লার্নিং সেন্টারে শিক্ষার্থী রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন।
রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তার অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও তিনি দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মন্ত্রী জেনি চ্যাপম্যান বলেন, যুক্তরাজ্য মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। দিনব্যাপী সফরে তিনি আরও কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং পরে ঢাকায় ফিরে যাবেন।
মন্তব্য করুন