

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবা ও ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।
বুধবার সকালে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করা হয়।প্রথম অভিযানে কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে নারকোটিক্স ডগ ‘মেঘলা’র সহায়তায় ১৫ লিটার দেশীয় মদসহ মোঃ নজুরল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়।
এর কিছুক্ষণ পর আরেক অভিযানে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ইজি বাইকচালক মোঃ জসিম (১৮) কে আটক করা হয়।২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, মাদক বহনের দায়ে আটক আসামিদের বিরুদ্ধে মামলা করে উদ্ধারকৃত মাদক ও যানবাহনসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন