

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হাইকোর্টের এক আদেশে কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী স্বপদে বহাল হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সরকার শাখার ০৫.২০.২২০০.১২৬.০০৬.০৫৫.২০২৫ (অংশ) ৫৩ নং স্মারক মূলে সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আফছার স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
হাইকোর্টের রিট পিটিশন ৭৫৩১/২০২৫ এর প্রচারিত ১৯/১/২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ প্রদান করা হয়।
জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর সারাদেশে বহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি দিয়ে স্থানীয় প্রশাসনকে ইউপি প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ ধারাবাহিকতায় মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরীকে বিভিন্ন মামলার কারণে চেয়ারম্যান পদ হারাতে হয়েছে।
তখন থেকে পেকুয়ার সাতটি ইউপির মধ্যে পাঁচটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হয়।
দীর্ঘদিন পর অবশেষে হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন ইউনুচ চৌধুরী।
এ বিষয়ে জানতে চাইলে ইউনুচ চৌধুরী বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে দীর্ঘদিন চেয়ারম্যান পদ থেকে সরিয়ে রাখা হয়েছিলো।
অবশেষে মহামান্য হাইকোর্টের রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি। আমি আমার প্রাণপ্রিয় মগনামা বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মন্তব্য করুন
