রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: প্রতীকী
expand
ছবি: প্রতীকী

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা মির আহমেদের ছেলে নুরুল আমিন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X