বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় ইউনুসকে টার্গেট করে অপহরণ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
expand
উখিয়ায় ইউনুসকে টার্গেট করে অপহরণ

কক্সবাজার উখিয়ার রাজাপালং ইউনিয়নের করবইনিয়া এলাকার ইউনুসকে অপহরণ ও মাদক দিয়ে ফাঁসানোর একটি পরিকল্পনার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক যুবক অকপটে এসব স্বীকার করেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে যুবক দাবি, ডজন মামলার আসামী একসময় সীমান্তে মাদক মাদক চোরাচালান ঠেকাতে দেখা মাত্র গুলি করার নির্দেশ থাকা ব্যক্তি শীর্ষ মাদক কারবারি রত্নাপালং ইউনিয়ন করইবনিয়া এলাকার আলি আহমেদ এর পুত্র ইকবাল ও কালো (প্রকাশ রোহিঙ্গা চেয়ারম্যান)'র নির্দেশে ইউনুসকে অপহরণ করে তার বিরুদ্ধে মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরও বলেন, ইকবাল ও রোহিঙ্গা চেয়ারম্যান পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন ধাপে প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত ঐ যুবক প্রত্যাখ্যান করে দিয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাইরাল ভিডিওটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইউনুসের দাবি, তিনি গরুর খামার ব্যবসা ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার ভাষ্য অনুযায়ী, এই ব্যবসায়িক সফলতার কারণে ইকবাল ও কালু (প্রকাশ রোহিঙ্গা চেয়ারম্যান) তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন। ইউনুস আরও অভিযোগ করে বলেন, ওই ঈর্ষা থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাকে হত্যার পরিকল্পনাও করা হয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।এ ব্যাপারে অভিযুক্ত ইকবাল মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ বলেন এ ধরনের কোন তথ্য আমার জানা নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X