রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার চিকিৎসক ফাহমিদা কাকলীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
কুমিল্লার চিকিৎসক ফাহমিদা কাকলীর মৃত্যু
expand
কুমিল্লার চিকিৎসক ফাহমিদা কাকলীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না–ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা আজিম কাকলী (৪৫)।

রবিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে ডেঙ্গুজ্বর দেখা দিলে কাকলীকে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। ধীরে ধীরে তাঁর কিডনি ও লিভারের জটিলতা বাড়তে থাকে। অবস্থার অবনতি হলে গত শনিবার তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চেষ্টার পরও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে ময়নামতি মেডিকেল কলেজে কর্মরত কাকলী নগর মাতৃসদনেও কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। মানবিক চিকিৎসার জন্য রোগী ও সহকর্মীদের কাছে তাঁর আলাদা পরিচিতি ছিল। দরিদ্র রোগীদের বিনা খরচে সিজার করানোসহ নানা ক্ষেত্রে সহযোগিতা করতেন তিনি। চিকিৎসার বাইরে অধুনা থিয়েটার-এর সক্রিয় সদস্য হিসেবে নিয়মিত নাট্যচর্চা করতেন। অবসরে গান শুনতে ও প্রকৃতিতে ঘুরে বেড়াতে ভালোবাসতেন।

কাকলীর বড় ভাই মনজুরুল আজীম পলাশ বলেন, আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষটিকে খুব দ্রুত হারিয়ে ফেললাম। তুর্না দেশে ফিরলে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।যুক্তরাষ্ট্রে থাকা তাঁর একমাত্র কন্যা তুর্নার দেশে ফেরা পর্যন্ত কাকলীর মরদেহ হিমঘরে রাখা থাকবে বলে জানিয়েছে পরিবার। কাকলীর মৃত্যুতে চিকিৎসকসহ রোগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন