বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাসচাপায় ট্রাকচালকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
কুমিল্লায় বাসচাপায় ট্রাকচালকের মৃত্যু
expand
কুমিল্লায় বাসচাপায় ট্রাকচালকের মৃত্যু

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাসস্টেশনের কাছে মিয়ামী পরিবহনের একটি বাসের ধাক্কায় কবির হোসেন (৪০) নামের এক ড্রামট্রাক চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কবির হোসেন তাঁর ড্রামট্রাকটি কুটুম্বপুর স্টেশনে রেখে বাড়ি যান। পরে দুপুরে বাড়ি থেকে ফিরে সড়কের বিভাজন পার হয়ে ট্রাকের দিকে যাওয়ার সময় দ্রুতগতির মিয়ামী পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X