মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপির দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
কুমিল্লায় বিএনপির দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
expand
কুমিল্লায় বিএনপির দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লা–৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল চারটার দিকে নগরের গোয়ালপট্টি ও চকবাজার এলাকায় এ সংঘর্ষে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গত ৩ নভেম্বর আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই মনোনয়নবঞ্চিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ ইয়াছিনের অনুসারীরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন। সোমবার বিকেলে মনিরুল হক চৌধুরীর পূর্বঘোষিত নির্বাচনী পদযাত্রা গোয়ালপট্টি এলাকায় পৌঁছানোর কয়েক মিনিট আগে ঋষিপট্টি এলাকায় ইয়াছিনপন্থী ও মনিরুলপন্থী নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ ধাওয়া–পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। নিক্ষেপ করা হয় ইটপাটকেল ও ককটেল। পরিস্থিতি বেগতিক হলে ইয়াছিনের অনুসারীরা সরে যান।

ঘটনার পরপরই সাবেক মেয়র ও নগর বিএনপির প্রভাবশালী নেতা মো. মনিরুল হক সাক্কুসহ তাঁর সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ধানের শীষের পক্ষে শোডাউনে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। সেখানে তাঁরা পথসভায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

পরে মনিরুল হক চৌধুরী রাজগঞ্জ, মোগলটুলি ও ঈদগাহ এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং শোভাযাত্রা নিয়ে পুলিশ লাইন এলাকার দিকে যান।

ঘটনা সম্পর্কে মনিরুল হক চৌধুরীর দাবি, ধানের শীষের বিরুদ্ধে এ ধরনের নাশকতা কারা করেছে কুমিল্লা–৬–এর মানুষ তা জানেন। তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, মনোনয়নবঞ্চিত আমিন–উর–রশিদ ইয়াছিনের মন্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইয়াছিনের অনুসারী কুমিল্লা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. আজাদ ও মহানগর যুবদল নেতা মনছুর নিজামী বলেন, আমরা শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচি করছিলাম। কিন্তু তারা বাইরে থেকে লোক এনে আমাদের ওপর হামলা চালিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন