শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোরকে গাছে বেঁধে যুবলীগ নেতার নির্যাতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০১ এএম
expand
কুমিল্লায় কিশোরকে গাছে বেঁধে যুবলীগ নেতার নির্যাতন

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামে চুরির অপবাদে এক কিশোরকে গাছে বেঁধে দিনের পর দিন নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বুধবার ওই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

নির্যাতনের শিকার কিশোর আবু সাঈদ শাহ দৌলতপুর গ্রামের মৃত নাজির ইসলামের ছেলে। অভিযুক্ত মনির হোসেন একই ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামের সুলতান আহমেদের ছেলে এবং স্থানীয় যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, চুরির সন্দেহে মনির হোসেন তার বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে আবু সাঈদকে বেঁধে রাখেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাকে মারধর করা হয়। ওই সময় কেউ এগিয়ে গেলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

গ্রামবাসীর কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, মনির দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় প্রভাব বিস্তার করে আসছেন। তার পৃষ্ঠপোষক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার। তারা বলেন, “১৬ বছর ধরে এই এলাকায় ভয় দেখিয়ে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না।”

আবু সাঈদের মা সেলিনা বেগম অভিযোগ করে বলেন, “মনির আমার ছেলেকে কাজের কথা বলে বাসায় নিয়ে যায়। পরে কাজের টাকার কথা বললে তাকে চোর বলে অপবাদ দেয়। ছেলেকে আমরা ফিরিয়ে আনতে গেলে আমাদের গালাগাল ও ভয়ভীতি দেখানো হয়। এমনকি ছেলেকে ফেরত দিতে ৯০ হাজার টাকা চায়।”

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করে এবং মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। মনির হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মনিরের গরুর ফার্ম থেকে ৯০ হাজার টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় সে কিশোরটিকে সন্দেহ করে নির্যাতন করেছে।”

তিনি আরও জানান, নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে কিশোরটি চিকিৎসাধীন আছে এবং ঘটনাটি তদন্তাধীন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মনির হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন