

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর স্ত্রীকে যুবদল নেতাসহ আটক করে হাত-পা বেঁধে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা বজলুর রহমানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে। আটককৃত নারী কুয়েত প্রবাসী রতন মিয়ার স্ত্রী। তার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় যুবদল নেতা বিল্লাল হোসেনকেও আটক করা হয়। সামাজিক শালিসের মাধ্যমে তাদেরকে বিয়ে পরিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয়রা তাদের আটক করেন। ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, বজলুর রহমান নারীকে বেধড়ক মারধর করছেন, পাশে বসে রয়েছেন বিল্লাল হোসেন। এই ঘটনায় স্থানীয়রা ইউপি সদস্যের বিরুদ্ধে বিচারের দাবি তুলেছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বজলুর রহমান শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ড, অনিয়ম ও নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ রয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি আমাদের কাছে জানা গেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্তে তৎপর রয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করার চেষ্টা চলছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
