শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
নিহত আব্দুল রহিম জাহাঙ্গীর
expand
নিহত আব্দুল রহিম জাহাঙ্গীর

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের চার দিন পর গলায় ও পিঠে ইট বাঁধা অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল রহিম জাহাঙ্গীর (৩৮)। তিনি উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দৌলখাড় পূর্ব পাড়া এলাকার কালার মার পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, গত রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। সন্ধ্যা সাতটার দিকে নাঙ্গলকোট সোনালী ব্যাংকের সামনে তাঁর সঙ্গে পরিবারের শেষ দেখা হয়। ওই রাতেই তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন (২৬ জানুয়ারি) তাঁর স্ত্রী রাশেদা আক্তার নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। এরপর কয়েক দিন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিহতের ছোট ভাই মাহফুজ আলম বলেন, বৃহস্পতিবার সকালে স্বজনদের মাধ্যমে পুকুরে একটি লাশ ভাসতে দেখার খবর পান। ঘটনাস্থলে গিয়ে তিনি লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। তিনি জানান, জাহাঙ্গীরের মাথা ও মুখে আঘাতের চিহ্ন ছিল। তাঁর গলায় ও পিঠে সাতটি ইট বাঁধা অবস্থায় লাশটি পুকুরে ভাসতে দেখা যায়।

পরিবারের ধারণা, যাত্রীবেশে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে জাহাঙ্গীরকে দৌলখাড় এলাকায় নিয়ে যায়। পরে তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয় এবং লাশ গুম করতে পুকুরে ফেলে দেয়।

নিহত জাহাঙ্গীর তিন কন্যার বাবা। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় আড়াই মাস আগে ব্যাটারিচালিত অটোরিকশাটি কিনেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নাঙ্গলকোট থানার পরিদর্শক মোহাম্মদ জালাল বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X