

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে সংঘটিত ভয়াবহ বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় বাসটির মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, ইউসুফ মাঝির বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামে। গ্রেপ্তারের পর আজ রবিবার (১১ জানুয়ারি) তাঁকে কুমিল্লা আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ- গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এ সময় সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। পাশাপাশি বাসের এক নারী যাত্রী ও এক শিশু নিহত হয়। দুর্ঘটনায় আহত হন অন্তত ২৬ জন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এই দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহনের নিরাপত্তা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মন্তব্য করুন
