

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঋণখেলাপিদের সংসদে পাঠানোর মধ্য দিয়ে জনগণের অর্থ আত্মসাতের পথ সুগম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, সংসদ সদস্য হয়ে এসব ব্যক্তি এমন আইন প্রণয়ন করবেন, যাতে নিজেদের ঋণ পরিশোধ করতে না হয়।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ এলাকায় শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা, উঠান বৈঠক এবং আগ্রাসনবিরোধী পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ নতুন রাজনীতির প্রত্যাশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শত শত কোটি টাকা ঋণখেলাপি ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যাঁরা জনগণের টাকা ও করের টাকা আত্মসাৎ করেছেন, তাঁদেরই সংসদে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব ঋণ দেশের টাকা, জনগণের টাকা। অথচ ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেদের স্বার্থে আইন তৈরি করতে পারে। এ অবস্থায় ব্যালটের মাধ্যমেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এবং ঋণখেলাপিদের প্রত্যাখ্যান করতে হবে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
মন্তব্য করুন
