

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হলফনামায় প্রয়োজনীয় তথ্যের ঘাটতির কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, ইউসুফ হাকিম সোহেলের দাখিল করা হলফনামায় নাগরিকত্ব সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ ছিল। পাশাপাশি তিনি দ্বৈত নাগরিক কি না সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি। নির্বাচনী বিধিমালা অনুযায়ী এসব তথ্য বাধ্যতামূলক হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, প্রার্থীর হলফনামা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দলিল। এতে কোনো তথ্য অসম্পূর্ণ বা গোপন থাকলে তা গ্রহণযোগ্য নয়। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইউসুফ হাকিম সোহেল বলেন, আমি মনে করি, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিষয়টি করা হয়েছে। আমি জেনেশুনেই সব তথ্য দিয়েছি। সামান্য কোনো ত্রুটি থাকতে পারে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করব।
মন্তব্য করুন
