

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র এক রাতে দুই পরিবারের ১০টি গরু চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে।
ভুক্তভোগী পরিবারগুলোর বরাতে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের বাসিন্দা দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ্বাস। তবে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র পৃথক দুটি গোয়ালঘরের তালা ভেঙে দেলু ভুঁইয়ার সাতটি এবং আবদুর রহমান বিশ্বাসের তিনটি গরু চুরি করে নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, আটগ্রাম–শরীফপুর সড়কের পাশে বাড়িগুলো হওয়ায় চোরচক্র পিকআপভ্যানে করে গরুগুলো নিয়ে যায়। রবিবার ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখে গরু চুরির বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ মো. কাউছার বলেন, এখনো গরু চুরির বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি ও ডাকাতি প্রতিরোধে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
