শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমরা আর চাঁদাবাজ-টেন্ডারবাজদের দেখতে চাই না: অ্যাড. রুহুল আমিন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
জীবননগর উপজেলায় মহিলা সমাবেশ
expand
জীবননগর উপজেলায় মহিলা সমাবেশ

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের আগামীর নির্বাচন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জীবননগর উপজেলায় মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন আরও বলেন, শহীদদের রেখে যাওয়া দায়িত্ব ও স্বপ্ন পূরণ করতেই তারা আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি উল্লেখ করেন, 'এটি অধিকার আদায়ের নির্বাচন। আমরা আর চাঁদাবাজ-টেন্ডারবাজদের দেখতে চাই না। মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা শুধু মুখে বলি না- বাস্তব কাজের মাধ্যমে দেখিয়ে দিতে চাই।'

সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা জামায়াতের যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন নিউটি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম, প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমির ফিরোজ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি আরিফ জোয়ার্দার, হাসাদহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান মাস্টার ও উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন