শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযান
expand
জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযান

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে তিনটি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি দল জীবননগর উপজেলার যাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মহেশপুর ব্যাটেলিয়ন ৫৮ বিজিবি প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনীপুর বিওপির সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী মাহাবুল হোসেনকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৬৫ লক্ষ ৯৩ হাজার ১ শত ২৫ টাকা।

অভিযানে ৩টি স্বর্ণের বার,১টি লিভো ১২৫ সিসি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত স্বর্ণ অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল । আটক মাহাবুল হোসেন ও জব্দকৃত মালামালসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X