সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে নিহত শহিদের লাশ ফিরিয়ে দিলো ভারত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম শহিদের (৩৭) লাশ ভারতের পক্ষ থেকে বাংলাদেশে হস্তান্তর করলো
expand
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম শহিদের (৩৭) লাশ ভারতের পক্ষ থেকে বাংলাদেশে হস্তান্তর করলো

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম শহিদের (৩৭) লাশ ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতগঞ্জ-মাজদিয়া চেকপোস্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পরে জীবননগর থানা-পুলিশ লাশটি গ্রহণ করে।

লাশ গ্রহণকালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মকবুল হাসান এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের বানপুর ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মানিষ কুমার ও কৃষ্ণগঞ্জ থানার এসআই রাজেন কে আর মল্লিক।

গত ২৯ নভেম্বর গয়েশপুর সীমান্তে শহিদুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

স্থানীয়দের দাবি, গয়েশপুর ও আশপাশের কয়েকজন যুবক ভারত সীমান্তে মাদক আনতে গেলে বিএসএফ তাঁদের তাড়া করে। সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিতে আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন।

তবে নিহতের স্ত্রী নাসরিন আক্তার অন্য দাবি করেন। তিনি জানান, 'স্বামী সকালে কাজে বের হয়েছিলেন। দুপুরে কিছুক্ষণ বাড়িতে থেকে আবার বিকেলে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। পরে শুনি, তাঁকে গুলি করে বিএসএফ ধরে নিয়ে গেছে।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X