

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ঘোষিত জনসভা প্রতিরোধের ঘোষণা দিয়ে জেএসডির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠে উপজেলা বিএনপির একাংশের বিরুদ্ধ।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রামগতি বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে উপজেলা বিএনপি ওই বাজারে একটি প্রস্তুতি সভা করে। সভায় জেএসডির জনসভা প্রতিরোধে পুরো উপজেলার রাস্তা দখল ও ব্যারিকেড দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে জেএসডির স্থানীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠে।
প্রস্তুতি সভায় রামগতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন জুয়েল বলেন, আমরা আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
৮ তারিখের ফ্যাসিস্টদের প্রোগ্রাম প্রতিরোধে সবাই কালো রোড দখল করে ব্যারিকেড সৃষ্টি করতে হবে। আমরা সেদিন সড়কের মোড়ে মোড়ে মসজিদের সামনে অবস্থান নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করবো। প্রয়োজনে মাগরিব পর্যন্ত অবস্থান করবো।
সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আগামী ৮ তারিখের প্রোগ্রাম প্রতিহত করবেন, মারামারি করবেন, যা করবেন দল দায়িত্ব নিবে। যদি না করেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো।
শনিবার(৬ ডিসেম্বর) সকালে এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে রামগতি উপজেলা জেএসডি। সংবাদ সম্মেলনে উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, ৮ ডিসেম্বর জেএসডি ও গণতন্ত্র মঞ্চের আয়োজনে জনসভা হবে। আ স ম আবদুর রব, তানিয়া রব ও জোটের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। ৮ তারিখের জনসভা সফল করার জন্য আমাদের সর্বস্তরের নেতা-কর্মীরা যখন ব্যাস্ত ঠিক সেই মুহুর্তে গত রাতে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে ডা.জামাল উদ্দিন, সিরাজ উদ্দিন, মো.জুয়েল, শিবলি নোমান, শিব্বির, ইরাজ ও হান্নানের নেতৃত্বে বড়খেরি ইউনিয়নের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।
তিনি আরো বলেন, আমাদের জনসভা যেন সফল না হয় বাস ও ট্রাক মালিক সমিতির নেতাদেরকে ফোনে ও সরাসরি গাড়ি ও ট্রাক না দেওয়ার জন্য হুমকি প্রদান করেন তারা। এমতাবস্থায় প্রশাসন ও সংশ্লিষ্ট দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি সুবিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.গিয়াস উদ্দিন। যুব পরিষদ নেতা হান্নান হাওলাদার, জামাল উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক পরিষদের নেতা আবদুল্লাহ আল নোমান সহ বিভিন্ন স্তরের নেতারা।
অন্যদিকে জেএসডি বিএনপি জোটের শরিক দল। এ আসনে জেএসডির সহ-সভাপতি তানিয়া রব মনোনয়ন প্রত্যাশী হওয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম চাপা উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ৮ ডিসেম্বর আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেএসডি ও গণতন্ত্র মঞ্চের জনসভায় প্রধান অতিথি থাকবেন আ স ম আবদুর রব। এ উপলক্ষে জেএসডি নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন
