

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মাগরিবের নামাজের পর ফটিকছড়ি থানা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফটিকছড়ি থানা জামায়াতের অফিস সম্পাদক মো. আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন, জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ এবং ইসলামী ছাত্রশিবির ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি নাঈম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক হৃদয়বিদারক অধ্যায়।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের সমাপ্তিতে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন