বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে বিএনপির গণমিছিল 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:০১ এএম
নান্দাইলে  বিএনপির নির্বাচনী গণমিছিল। ছবি: এনপিবি
expand
নান্দাইলে বিএনপির নির্বাচনী গণমিছিল। ছবি: এনপিবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে মঙ্গলবার বিএনপির এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর তত্ত্বাবধানে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’ প্রচারণার অংশ হিসেবে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলটি মোয়াজ্জেমপুর মাজার বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানারামপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে অগণিত নেতাকর্মী ও সাধারণ মানুষ বাদ্যযন্ত্রসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণমিছিলে যোগ দেন। উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক সভাপতি ও সম্পাদকবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন।

গণমিছিল শেষে নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিএনপির আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন