

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামে তিন বছর বয়সী এক শিশু। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানতাবশত শিশুটি একটি খোলা নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটি কতটা গভীর, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করে।
এর আগে গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ নামে এক শিশু। পরে ফায়ার সার্ভিস টানা ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে সাজিদকে উদ্ধার করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন

