বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে এক নারীর মৃত্যু, আহত ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
দুর্ঘটনা কবলিত ইজিবাইক
expand
দুর্ঘটনা কবলিত ইজিবাইক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মন্দিরে পূজা ও অন্নপ্রাশন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০) গুরুতর আহত হন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেকশনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহত দুইজনের বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে এক শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান শেষে তারা ইজিবাইকে করে বাড়ি ফেরার পথিমধ্যে হঠাৎ ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত দুইজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। মিনু দে-কে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আনিমা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর শুনেছি, তবে লাশ এখনো হাসপাতালে আনা হয়নি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X