রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে বিরিয়ানি নিয়ে সংঘর্ষ, চেয়ার ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
বিরিয়ানি নিয়ে সংঘর্ষ
expand
বিরিয়ানি নিয়ে সংঘর্ষ

চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ওয়ারুক বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন সাফিয়া প্লাজার সামনে বিএনপির আয়োজিত সমাবেশে বিরিয়ানি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বাদ আছর শুরু হওয়া এ অনুষ্ঠান এশার নামাজের পর সমাপ্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সমাবেশ উপলক্ষে নির্দিষ্ট সংখ্যক খাবারের প্যাকেট প্রস্তুত করা হয়েছিল। তবে শেষদিকে প্যাকেট শেষ হয়ে গেলে বিরিয়ানি নেওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন