শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘তুই মরে যা’ শুনে শরীরে আগুন লাগিয়ে দিলেন স্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
expand
‘তুই মরে যা’ শুনে শরীরে আগুন লাগিয়ে দিলেন স্ত্রী

পারিবারিক বিরোধের এক পর্যায়ে স্বামী‑স্ত্রীর তর্কের উত্তাপে মিতু আক্তার (১৮) নামের এক নারী কেরোসিন তেল ছড়িয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। চিকিৎসকদের মতে, তার শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে।

এোজন ঘটনা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঘটে। এটি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর হাসা গ্রামের মিজি বাড়িতে ঘটেছে।

মিতু ও তার পরিবারের সদস্যদের মতে, মিতু ও তার স্বামী রাকিব হাসানের মধ্যেিয় অনেক ছোটখাটো ঘটনার কারণে মনোমালিন্য থাকত। তাদের দুই কন্যা সন্তান রয়েছে; ছোট জনটির বয়স মাত্র আড়াই মাস।

ঘটনার দিন সকালে স্বামী ও স্ত্রী পারিবারিক বিষয়ে তর্কে লিপ্ত হন। এক পর্যায়ে রাকিব বলছিলেন ‘তুই মরে যা’ বলে সে চলে যায় কাজের উদ্দেশ্যে।

পরে মিতু অত্যন্ত রাগে ঘরে গিয়ে কেরোসিন ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে মিতুকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইউনিটে রেফার করেন। ডা. আনিসুর রহমান জানিয়েছেন, “রোগীর প্রায় ৮০ শতাংশ শরীর পুড়ে গেছে,” — তাই উন্নত চিকিৎসার জন্য এই রেফার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন