

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের (৩৩) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের নেতৃত্বে ১৫-২০ জন অতর্কিতভাবে তাকে আক্রমণ করে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বিজয়নগর উপজেলা পরিষদের সামনে এ হামলা ঘটে। সাংবাদিক মাইনুদ্দিন রুবেল বিপুল আক্রমণের শিকার হন, মাথার ডানপাশে গুরুতর আঘাত পান এবং ছয়টি সেলাই পড়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন, পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটার এবং ভরাটের প্রতিবেদন করেছেন। এ প্রতিবেদনকে কেন্দ্র করে হামলার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। হামলাকারীদের মধ্যে ছিলেন বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়া।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, ঘটনার জড়িতদের আটক করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন

