শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, ঠিক আছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা
expand
ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় এই আসনে দাখিল করা মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দলের পক্ষ থেকে মনোনয়ন না দেওয়ায় তাঁর কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি বলেন, “দলের যখন দুঃসময় ছিল, তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা অনেক সময় আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন ২০১৮ সালের সংসদে; ২০১৯ সাল থেকে আমি সেখানে যোগ দিই এবং আমার ভূমিকা কী ছিল। দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে, আমি এক মুহূর্তও চিন্তা করিনি। দল যখন বলেছে, তখনই পদত্যাগ করেছি।”

রুমিন ফারহানা বলেন, দল যদি মনে করে নতুন নেতৃত্ব প্রয়োজন, সেটিকে তিনি স্বাগত জানান। “দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি আমার রাজনৈতিক পথচলা অব্যাহত রাখব,”—বলেন তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করে বলেন, কিছু কিছু এলাকায় তাঁর নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এরকম কিছু হলে নিশ্চয়ই আমি প্রশাসনকে জানাব। যদি এমন কোনো ঘটনা ঘটে, যা আমার নির্বাচনী কার্যক্রমে প্রভাব ফেলবে বা নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাহলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X