বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে নিউ স্কয়ার ডিজিটালের হুইল চেয়ার উপহার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
ডিজিটালের হুইল চেয়ার উপহার
expand
ডিজিটালের হুইল চেয়ার উপহার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গেরাগাঁওয়ে অবস্থিত নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং জহিরুল ইসলাম ফাউন্ডেশনের সহায়তায় প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে সুবিধাভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিবুন নুর এমরান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সুমন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশরাফুল ইসলাম স্বপন মেডিকেল অফিসার মোঃ মামুনুল হক বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত

অতিথিবৃন্দ বলেন, “নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মতো একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে এমন মানবিক উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ ধরনের কর্মকাণ্ড অন্য প্রতিষ্ঠানগুলোকেও সামাজিক দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।”

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিবুন নুর এমরান সোহেল বলেন, “আমাদের প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা নিজের অবস্থানে স্বাবলম্বী। তাই লাভের অংশ থেকে আমরা নিয়মিত সামাজিক ও মানবিক কাজে ব্যয় করতে পারি। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— শেয়ার হোল্ডার মোঃ জহিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুম মিয়া, মোঃ লুৎফুল হাই মাসুম, মোঃ আলমগীর হুসেন, মোছাঃ জেমি আক্তারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X