শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এএম
আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজু
expand
আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজু

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও স্থানীয় লোকজন।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে।

রিজ্জাকুল ইসলাম রাজু স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনি শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুনের নেতৃত্বে একটি টিম রাতে রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। থানায় নেওয়ার সময় এলাকার নারী-পুরুষ হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “রিজ্জাকুলের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ও ভাঙচুরের একাধিক মামলা রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা হাতকড়া উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন