

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও স্থানীয় লোকজন।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে।
রিজ্জাকুল ইসলাম রাজু স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনি শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুনের নেতৃত্বে একটি টিম রাতে রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। থানায় নেওয়ার সময় এলাকার নারী-পুরুষ হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “রিজ্জাকুলের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ও ভাঙচুরের একাধিক মামলা রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা হাতকড়া উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    