শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনের অটোবোরাক চালক হত্যাকাণ্ডের ঘাতক আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
হত্যা মামলার আসামি
expand
হত্যা মামলার আসামি

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া কচুয়াখালি গ্রামে সংঘটিত অটোবোরাক চালক আবুবকর সিদ্দিককে হত্যাকা'ণ্ডে'র ঘটনায় জড়িত ঘাতক ইব্রাহিমকে আ ট ক করেছে পুলিশ।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উ'দ্ধা'র করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, আটককৃত ব্যক্তি মো. ইব্রাহিম চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

তবে তিনি লালমোহন উপজেলার পার্শ্ববর্তী গজারিয়া খালগোড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুরপাড় থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উ'দ্ধা'র করা হয়।

গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোবোরাক চালক আবুবকর ছিদ্দিক (বলি)কে লালমোহনের গজারিয়া এলাকায় যাওয়ার কথা বলে রিজার্ভ ভাড়ায় অটোবোরাকে ওঠেন আ ট ক'কৃত ঘাত ক।

পথে একটি নির্জন স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাকে নৃশংস ভা'বে হত্যা করা হয়। পরে চালকের অটোবোরাকটি ছি নতাই করে নিয়ে পালিয়ে যায় সে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জ'ড়ি'ত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X