শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনা জেলা প্রশাসকের ওপর হামলা করতে এসে যুবক আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
গ্রেফতারকৃত ইব্রাহিম
expand
গ্রেফতারকৃত ইব্রাহিম

বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ।

আজ (২৫ জানুয়ারি) রোববার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলা করতে আসা ব্যক্তির হাতে থাকা দেশীয় অস্ত্রের (সেলাই রেইঞ্জ) আঘাতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম। বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে তিনি।

জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টা থেকে এই লোকটা অফিসের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার জেলা প্রশাসকের কথা জানতে চাইছিল। সকাল ১০ টায় যখন অফিস খুললাম, তখন সে আমাকে ধাক্কা দিয়ে অফিসের মধ্যে ঢুকে পরে। এরপরে দৌড়ে গিয়ে জেলা প্রশাসকের অফিস কক্ষে ঢুকে।

পরবর্তীতে আমি তাকে জিজ্ঞাসা করলে তার কোমরে উঁচু দেখে সেখানে হাত দিয়ে দেখি একটি টিউবওয়েল খোলার রেন্স। পরবর্তীতে আমি সেটা তার কোমর থেকে নিতে গেলে, সে আমার হাত থেকে জোর করে ছিনিয়ে নিয়ে আমার উপরে আঘাত করে। পরে সকলের সহযোগিতায় তাকে আমরা ধরে ফেলি। পুলিশকে জানালে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় থেকে ইব্রাহিম (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ইব্রাহিম বরগুনা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। পুলিশ আরও জানান, আটককৃত ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস জানান, ঘটনার সাথে সাথে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X