সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
বরগুনার স্বতন্ত্র প্রার্থী
expand
বরগুনার স্বতন্ত্র প্রার্থী

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নি অফিসার মিস্ তাছলিমা আক্তার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেছেন।

জানাগেছে, ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রার্থী মোঃ মহিবুল্লাহ, খেলাফত মজলিস প্রার্থী মোঃ জাহাঙ্গির হোসাইন, জাতীয় পার্টি-জেসি প্রার্থী মোঃ জামাল হোসাইন ও আমতলী উপজেলা থেকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা বিএপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছয় প্রার্থীর মধ্যে ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটার তালিকা সঠিক না থাকায় মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নি কর্মকর্তা মিস্ তাছলিমা আক্তার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেছেন। অপর পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে। বরগুনা-১ আসনে ৫ লক্ষ ৫৭ হাজার ৮৭৪ জন ভোটার। আগামী ১২ ফেব্রুয়ারী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমান তার মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা স্বীকার করে বলেন, অমি ঋণ খেলাপি ছিলাম,ওই ঋণ পরিশোধ করেছি। কিন্তু সঠিক সময়ে ঋণ খেলাপির তালিকা থেকে আমার নাম বাদ দেয়া হয়নি। ফলে আমি ঋণ খেলাপি তালিকায় রয়ে গেছি। আমি আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব। বরগুনা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মিস্ তাছলিমা আক্তার বলেন, ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানের মনোনয়নরপত্র বাতিল করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X